যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট লডারডেল-হলিউড আন্তর্জাতিক বিমানবন্দরে জেটব্লু এয়ারলাইনসের একটি প্লেনের ল্যান্ডিং গিয়ার থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট লডারডেল-হলিউড আন্তর্জাতিক বিমানবন্দরে জেটব্লু এয়ারলাইনসের একটি প্লেনের ল্যান্ডিং গিয়ার থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় নিউইয়র্ক থেকে আসা ফ্লাইটটির রুটিন পরিদর্শনের সময় ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্টে মরদেহগুলো পাওয়া যায়। তবে মৃত ব্যক্তিদের পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।
জেটব্লু জানিয়েছে, কীভাবে ওই দুই ব্যক্তি প্লেনে প্রবেশ করেছিলেন এবং সেখানে কী ঘটেছিল, তা তদন্তাধীন। স্থানীয় ব্রোয়ার্ড শেরিফের অফিস এবং মেডিকেল পরীক্ষকেরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও বিরল হলেও প্লেনের ল্যান্ডিং গিয়ারে চড়ে ভ্রমণের চেষ্টা প্রাণঘাতী হতে পারে। উচ্চ তাপমাত্রা, অক্সিজেনের অভাব এবং যাত্রাপথের উচ্চতার কারণে এরকম প্রচেষ্টা প্রায়ই মৃত্যুর কারণ হয়।
ঘটনাটি কীভাবে ঘটল এবং সংশ্লিষ্ট নিরাপত্তা ব্যবস্থায় কোনো ত্রুটি ছিল কি না, তা নির্ধারণে তদন্ত চলছে।