রাজনিতি তে ১৬ বছরে আওয়ামী লীগ বিএনপি ও জামায়াতকে প্রায় সমার্থক শব্দে পরিণত ছিলো
রাজনিতি তে গত ১৬ বছরে আওয়ামী লীগ বিএনপি ও জামায়াতকে প্রায় সমার্থক শব্দে পরিণত করেছিল। বিএনপি-জামায়াতকে “সন্ত্রাসী” এবং “উন্নয়নবিরোধী” হিসেবে চিহ্নিত করে সমালোচনা করা হতো। কিন্তু সাম্প্রতিক সময়ে দুই দলের মাঝে আলাদা চরিত্র স্পষ্ট হচ্ছে। রাজনৈতিক অঙ্গনে তাদের মধ্যে কথার আক্রমণ ও পারস্পরিক সমালোচনা নতুন মাত্রা যোগ করেছে। নেতারা বলছেন, আদর্শগত পার্থক্যই এর কারণ।
বহু বছর ধরে বিএনপি ও জামায়াত ছিল ঘনিষ্ঠ মিত্র। একসঙ্গে নির্বাচন, সরকার গঠন এবং বিরোধী হিসেবে রাজপথে লড়াই করেছে তারা। তবে শেখ হাসিনার সরকারকে হটানোর জন্য যুগপৎ আন্দোলনে একত্র হলেও, ধীরে ধীরে দলগুলো নিজেদের অবস্থান প্রকাশ করতে শুরু করেছে। সরাসরি ভাঙন না হলেও সাংগঠনিক শক্তি প্রদর্শনে ব্যস্ত হয়ে পড়েছে অনেক দল ও সংগঠন।
জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এই প্রসঙ্গে বলেন, “রাজনীতি করতে গেলে অনেক সময় এমন বিভক্তি দেখা যায়। আমরা মনে করি না, কথার মাধ্যমে যা প্রকাশ পাচ্ছে, তা তাদের চূড়ান্ত সিদ্ধান্ত। প্রতিটি দলেরই নিজস্ব চিন্তাভাবনা থাকে, যা তাদের স্বার্থ অনুযায়ী প্রকাশ পায়। তবে মতবিরোধ থাকলেও মৌলিক ঐক্য ক্ষতিগ্রস্ত হওয়া উচিত নয়।”
জামায়াতের বড় জোট গঠনের পরিকল্পনা নিয়ে গুঞ্জন রয়েছে। ইসলামী ও সমমনা দলগুলোকে নিয়ে বৃহত্তর রাজনৈতিক মঞ্চ গঠনের চেষ্টা চালাচ্ছে তারা। তবে বিএনপি তাদের যুগপৎ আন্দোলনের সঙ্গীদের নিয়েই রাজনীতি করার ইঙ্গিত দিয়ে যাচ্ছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, “গত ৫০ বছরের নির্বাচনী ইতিহাসে জামায়াত কখনও বিএনপির প্রতিদ্বন্দ্বী ছিল না।” আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “বিএনপি কখনও দ্বিমুখী রাজনীতি করেনি। জামায়াত ২০১৮ সালেও ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছে। এখন তাদের ভিন্ন অবস্থান দেখতে পাওয়া স্বাভাবিক, কারণ তারা ভিন্ন দল।”
বিএনপি নিজেকে মধ্যপন্থী গণতান্ত্রিক দল হিসেবে উপস্থাপন করছে, মুক্তিযুদ্ধের চেতনার ওপর গুরুত্ব দিচ্ছে। সংগঠন হিসেবে তাদের সমর্থকগোষ্ঠীও বিপুল। অন্যদিকে জামায়াত নিজস্ব কৌশল নিয়ে এগোচ্ছে। তবে দুই দলের নেতারাই দাবি করেছেন, বৃহত্তর জাতীয় স্বার্থে তাদের মধ্যে মৌলিক ঐক্য অটুট থাকবে।
-সাইমন ইসলাম
Emo Design believes that the innovations introduced through the correct use of design is a competitive advantage for companies. Christmas Tree in six colors: red, yellow, green, blue, purple, and cool white. Conditions treated diagnosis and treatment of arterial stenosis and occlusion lower limb peripheral arterial diseases, e.