পাঁচ বছর পর আবারও চীনসহ পূর্ব এশিয়ার দেশগুলোতে নতুন এক ভাইরাসের আতঙ্ক দেখা দিয়েছে
২০১৯ সালের শেষদিকে চীনে কোভিড-১৯ এর সংক্রমণ মহামারি আকারে ছড়িয়ে পড়ে। পাঁচ বছর পর আবারও চীনসহ পূর্ব এশিয়ার দেশগুলোতে নতুন এক ভাইরাসের আতঙ্ক দেখা দিয়েছে। প্রাথমিক ধারণা, রহস্যময় এই রোগ রাইনোভাইরাস ও হিউম্যান-মেটা-নিউমো (HMP) ভাইরাসের কারণে ছড়াচ্ছে। এটি মূলত শ্বাসতন্ত্রে জটিলতা সৃষ্টি করে। লক্ষণগুলো জাপানেও শনাক্ত হয়েছে।
আইইডিসিআর-এর পরিচালক ড. তাহমিনা শিরীন জানান, HMP কোনো নতুন ভাইরাস নয় এবং বাংলাদেশে এটি নিয়ে উদ্বেগের প্রয়োজন নেই। অন্যান্য শ্বাসতন্ত্রের ভাইরাসের মতোই এটি জ্বর, সর্দি, কাশি ও ঠান্ডার উপসর্গ সৃষ্টি করে।
বিশেষজ্ঞরা বলছেন, দেশে আগেও এই ভাইরাসের অস্তিত্ব ছিল এবং এটি শিশু ও প্রবীণদের বেশি আক্রান্ত করে। স্বাস্থ্যবিধি মেনে চললে সংক্রমণ এড়ানো সম্ভব। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. মুশতাক হোসেন লক্ষণভিত্তিক চিকিৎসার ওপর জোর দেন এবং গবেষণা প্রতিষ্ঠানগুলোকে সংক্রমণ পর্যবেক্ষণের আহ্বান জানান।
উল্লেখ্য, ২০২৩ সালে নেদারল্যান্ডস, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে HMP ভাইরাস শনাক্ত হয়। তবে বিশেষজ্ঞদের মতে, আতঙ্কিত না হয়ে সতর্ক থাকাই যথেষ্ট।
-সায়মন ইসলাম