বিএনপির মহাসচিবের গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসার জন্য লন্ডন যাত্রা
উন্নত চিকিৎসার জন্য আগামী ৭ জানুয়ারি (মঙ্গলবার) রাতে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার (৫ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশানে তাঁর ব্যক্তিগত বাসভবন ফিরোজায় দলের স্থায়ী কমিটির সদস্যরা তার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তাকে বিদায়ী শুভেচ্ছা জানানো হয়।
সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন। আগামী ৭ জানুয়ারি রাতে তিনি রওনা করবেন। তার জন্য দোয়া করতে আমি সবার প্রতি আহ্বান জানাই।”
তিনি আরও জানান, খালেদা জিয়ার সঙ্গে স্থায়ী কমিটির সদস্যদের এই সাক্ষাৎ ছিল মূলত শুভেচ্ছা বিনিময়ের। “আমরা তাঁর সুস্থতা কামনা করেছি। তবে এসময় কোনো রাজনৈতিক আলোচনা হয়নি,” বলেন মির্জা ফখরুল।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে তার চিকিৎসকরা দীর্ঘদিন ধরে উদ্বিগ্ন। তিনি লিভার সিরোসিসসহ একাধিক জটিল রোগে ভুগছেন। এর আগে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে দীর্ঘদিন ধরে তার চিকিৎসা চলেছে। তবে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর বিষয়ে দীর্ঘ আলোচনা ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিএনপি সূত্র জানায়, লন্ডনে অবস্থানকালে তিনি পুত্র তারেক রহমানের সঙ্গে সময় কাটাবেন। পাশাপাশি তার চিকিৎসার জন্য স্থানীয় বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করা হবে। উল্লেখ্য, এর আগেও খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে গেছেন এবং লন্ডনেই তার দীর্ঘ চিকিৎসা হয়েছে।
বেগম খালেদা জিয়ার এই সফরকে ঘিরে দলের নেতাকর্মীদের মধ্যে একদিকে উদ্বেগ, অন্যদিকে আশাবাদ বিরাজ করছে। নেতারা তার দ্রুত সুস্থতা কামনা করে বলছেন, এই সফর দেশের রাজনৈতিক অঙ্গনের ওপর প্রভাব ফেলতে পারে। আগামী দিনগুলোতে বিএনপির রাজনৈতিক কর্মসূচি পরিচালনার ক্ষেত্রে খালেদা জিয়ার সুস্থতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
-সাইমন ইসলাম