ইজতেমা ময়দানে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা
গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দান ঘিরে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার নাজমুল করিম খান স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন-২০১৮ এর ৩০ ও ৩১ ধারায় গত ১৮ ডিসেম্বর দুপুর ২টা থেকে যে আদেশ কার্যকর ছিল, তা ২ জানুয়ারি বিকেল ৫টা থেকে প্রত্যাহার করা হয়েছে। জিএমপি কমিশনার নাজমুল করিম খান বলেন, “ইজতেমা ময়দানে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আশা করি, ইজতেমার দুই পক্ষ শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন। এজন্য সাংবাদিকসহ সবার সহযোগিতা প্রয়োজন।”
গত ১৭ ডিসেম্বর মধ্যরাতে ইজতেমা মাঠ নিয়ে মাওলানা সাদ কান্ধলভী ও মাওলানা জোবায়েরপন্থীদের মধ্যে তীব্র সংঘর্ষ ঘটে। এতে তিনজন নিহত এবং দুই পক্ষের শতাধিক লোক আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৮ ডিসেম্বর দুপুর থেকে ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকাজুড়ে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে প্রশাসন।
বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হবে আগামী ৩১ জানুয়ারি। এ পর্বে অংশ নেবেন মাওলানা জোবায়েরের অনুসারীরা। দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি থেকে, যেখানে অংশ নেবেন মাওলানা সাদের অনুসারীরা।
নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ইজতেমা মাঠে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছে পুলিশ। ইজতেমার সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা এবং অংশগ্রহণকারীরাও সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন।
বিশ্ব ইজতেমার ময়দান পুনরায় সক্রিয় হওয়ায় আয়োজক ও অংশগ্রহণকারীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। প্রশাসন এবং ইজতেমা সংশ্লিষ্ট পক্ষগুলো শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সচেষ্ট থাকবে বলে আশা করা হচ্ছে।
-সাইমন ইসলাম