বুধবার, ১২ মার্চ ২০২৫
১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী আমলে গুম-খুনের শিকার পরিবারদের নিয়ে মায়ের ডাকের জমায়েত

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মায়ের ডাক সংগঠনের আয়োজনে আওয়ামী শাসনামলে গুম-খুনের শিকার হওয়া ব্যক্তিদের পরিবার নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে চলছে গণজমায়েত কর্মসূচি।

আয়োজনকে কেন্দ্র করে মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টার আগে থেকেই তারা সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হন। গণজমায়েত অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকাজুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

মূলত জুলাই গণহত্যা, জোরপূর্বক গুম, ক্রসফায়ার, পুলিশি হেফাজতে নির্যাতন ও মৃত্যু, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা, মোদিবিরোধী আন্দোলন, ডিএসএসহ বিভিন্ন সময়ে আওয়ামী ফ্যাসিবাদী জুলুমের প্রতিবাদ জানাতে ভুক্তভোগীরা গণজমায়েতে অংশ নেন।

সমাবেশে সারাদেশ থেকে ভুক্তভোগী ব্যক্তি তাদের অভিজ্ঞতার স্মৃতিচারণ এবং বিচারের দাবি জানাচ্ছেন।

guest
0 মতামত সমুহ
Inline Feedbacks
View all comments