বুধবার, ১২ মার্চ ২০২৫
১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সিগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৫

মুন্সিগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৫

প্রতিনিয়ত ঘটে যাওয়া এই দুর্ঘটনাগুলো এক্সপ্রেসওয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে

মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও অন্তত ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিবাগত রাত ১২টায় নিমতলা এবং শুক্রবার (৩ জানুয়ারি) ভোর ৪টার দিকে হাসাড়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

প্রথম দুর্ঘটনা: কাভার্ডভ্যানকে ধাক্কা

হাইওয়ে পুলিশ জানায়, রাত ১২টার দিকে নিমতলা এলাকায় একটি কাভার্ডভ্যানের পেছনে মাওয়ামুখী আব্দুল্লাহ পরিবহনের একটি মিনিবাস সজোরে ধাক্কা দেয়। এতে মিনিবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এ দুর্ঘটনায় প্রাণ হারান বাসের হেলপার মো. জীবন (৪৪), যিনি শ্রীনগর উপজেলার কল্লিগাও গ্রামের বাসিন্দা। নিহত অপরজন মো. রায়হান (২৭), সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের দেবিপুরা গ্রামের বাসিন্দা।

দ্বিতীয় দুর্ঘটনা: নাম-পরিচয়হীন দুইজনের মৃত্যু

ভোরে হাসাড়া এলাকায় আরেকটি দুর্ঘটনায় নিহত হন আরও দুজন। শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ক্যামিলায়া সরকার জানান, নিহতদের মধ্যে দুইজনের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাদের আনুমানিক বয়স যথাক্রমে ৩৫ ও ২৫ বছর। রাতে নিহতদের মরদেহের সঙ্গে ভোরে আরও দুইজনের মরদেহ হাসপাতালে আনা হয়।

উল্লেখ্য, এর আগে গত শুক্রবার (২৯ ডিসেম্বর) এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় একটি বাসচাপায় নারী ও শিশুসহ দুই পরিবারের ৬ জন নিহত এবং ৪ জন গুরুতর আহত হন।

প্রতিনিয়ত ঘটে যাওয়া এই দুর্ঘটনাগুলো এক্সপ্রেসওয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে বলে আশা করছেন স্থানীয়রা।

-সাইমন ইনলাম

guest
0 মতামত সমুহ
Inline Feedbacks
View all comments