বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যৌথ বাহিনী অভিযান চালিয়ে এয়ারগান, গাঁজা এবং বিপুল পরিমাণ সার্জিক্যাল সামগ্রী

যৌথ বাহিনী অভিযান চালিয়ে এয়ারগান, গাঁজা এবং বিপুল পরিমাণ সার্জিক্যাল সামগ্রী

রংপুর মহানগরীর মেডিকেল পূর্ব গেট এলাকার একটি বাড়ি থেকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে এয়ারগান, গাঁজা এবং বিপুল পরিমাণ সার্জিক্যাল সামগ্রী উদ্ধার করেছে।

রংপুর মহানগরীর মেডিকেল পূর্ব গেট এলাকার একটি বাড়ি থেকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে এয়ারগান, গাঁজা এবং বিপুল পরিমাণ সার্জিক্যাল সামগ্রী উদ্ধার করেছে। অভিযানের সময় আল আমিন নামে একজনকে গ্রেফতার করা হয়। যৌথ বাহিনীর সদস্যরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিবাগত রাত সোয়া বারোটার দিকে রংপুর মেডিকেল কলেজের পূর্ব গেট এলাকার আল আমিনের বাড়িতে অভিযান পরিচালিত হয়।

অভিযানের সময় আল আমিনের কাছ থেকে একটি এয়ারগান, ২৫ গ্রাম গাঁজা, ৮০০টি ব্যান্ড গ্লোভস, ১০০০টি সার্জিক্যাল গ্লোভস, ১০০টি কেনুলা, ৩২০টি বাটারফ্লাই সেট, ৮০টি জিটোন, এবং ৩০০টি সিরিঞ্জসহ বিপুল পরিমাণ সার্জিক্যাল সামগ্রী উদ্ধার করা হয়। আল আমিনকে জিজ্ঞাসাবাদে তিনি গাঁজা সেবন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

যৌথ বাহিনী জানিয়েছে, অভিযানে উদ্ধার করা আলামত এবং আটক আল আমিনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

-সাইমন ইসলাম

guest
0 মতামত সমুহ
Inline Feedbacks
View all comments