সচিবালয়ে সাংবাদিকসহ সকল স্থায়ী ও অস্থায়ী পাস বাতিল করে নতুন পাস ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সচিবালয়ে প্রবেশের নিয়মে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। সাংবাদিকসহ সকল স্থায়ী ও অস্থায়ী পাস বাতিল করে নতুন পাস ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে কর্মরত সাংবাদিক এবং সাংবাদিক সংগঠনের নেতাদের সাথে বৈঠকের পর এ তথ্য জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, “আগামীকাল সোমবার থেকে নতুন পরিচয়পত্র সংগ্রহ করে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন। এই প্রক্রিয়াটি স্বরাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয় যৌথভাবে সম্পন্ন করবে।”
রোববার থেকে দুই দিনের সাপ্তাহিক ছুটির পর সচিবালয়ের কার্যক্রম শুরু হলেও, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়গুলোর দাপ্তরিক কাজ বিকল্প স্থান থেকে পরিচালিত হচ্ছে। সচিবালয়ের প্রবেশপথে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। উপদেষ্টাদের ছাড়া অন্য কারও ব্যক্তিগত গাড়ি বা মোটরসাইকেল ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি। কর্মচারীদের কার্ড পরীক্ষা করে প্রবেশ নিশ্চিত করা হয়েছে।
সচিবালয়ের বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একাধিক মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়। এ ঘটনায় সরকার একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়গুলো থেকেও আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সচিবালয়ে প্রবেশে সাংবাদিকসহ বেসরকারি ব্যক্তিদের দেওয়া সব ধরনের অস্থায়ী পাস বাতিল করা হয়।
-সাইমন ইসলাম