বুধবার, ১২ মার্চ ২০২৫
১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভাতা বাড়ানোর দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ চিকিৎসকরা

ভাতা বাড়ানোর দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ চিকিৎসকরা

ভাতা বাড়ানোর দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছেন এফসিপিএস প্রথম পর্ব পাস করা অবৈতনিক প্রশিক্ষণার্থী চিকিৎসকরা।

ভাতা বাড়ানোর দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছেন এফসিপিএস প্রথম পর্ব পাস করা অবৈতনিক প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। রোববার (২৯ ডিসেম্বর) সকাল থেকেই তারা শাহবাগ মোড়ে জড়ো হয়ে অবস্থান নেন। এ অবস্থানের কারণে পুরো শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল, “দ্রব্যমূল্যে আগুন জ্বলে, ২৫ হাজার কীভাবে চলে,” “দাবি মোদের একটাই, ৫০ হাজার ভাতা চাই,” এবং “ডাক্তার যখন রাস্তায় নামে, দেশের মান কোথায় থাকে।” তাদের স্লোগান ও দাবি ঘিরে এলাকায় সাধারণ মানুষের মধ্যেও আলোচনা শুরু হয়।

এর আগে, গত ২২ ডিসেম্বর একই দাবিতে শাহবাগ মোড়ে অবরোধ করেছিলেন বেসরকারি ট্রেইনি চিকিৎসকরা। ওইদিন তারা চারদিনের আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেন। পরে সরকারের পক্ষ থেকে তাদের ভাতা ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়। তবে এতে বিক্ষোভকারীরা সন্তুষ্ট না হওয়ায় তারা আবারও সড়ক অবরোধে নেমেছেন, এবং দাবি করছেন ভাতা ৫০ হাজার টাকায় উন্নীত করার।

বিক্ষোভের কারণে শাহবাগ ও এর আশপাশের এলাকায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। সাধারণ মানুষ দ্রুত সমাধানের দাবি জানাচ্ছে।

-সাইমন ইসলাম

I will reply back here soon when we post those lyrics on my school's rotc page. The significance of 9 October is that it is 30 days before 8 November, when Ms Alexander sought advice from the Clerks. In the Javanese palaces the pendopo is the tallest and largest hall within a complex.
guest
0 মতামত সমুহ
Inline Feedbacks
View all comments