ফায়ার সার্ভিসের ১৯ টি ইউনিটের চেষ্টায় সচিবালয়ের আগুন নিয়ন্ত্রনে
সচিবালয়ে আগুনের পর বিদ্যুৎহীন অবস্থায় দাপ্তরিক কার্যক্রম বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টা পর্যন্ত কোনো দপ্তর খোলা হয়নি, এবং কর্মীরা অবস্থান নিয়ে দাঁড়িয়ে বা বসে আছেন। আগুনের পর সচিবালয়ে প্রবেশ করা হলেও অধিকাংশ স্থান বিদ্যুৎহীন ছিল, কিছু স্থানে জেনারেটর চালু হলেও পুরোপুরি বিদ্যুৎ নেই।
ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে প্রথম ধাপে একজন ফায়ার ফাইটার ট্রাকচাপায় নিহত হন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, সচিবালয়ের আগুনের ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হবে।
সচিবালয়ে আগুনের কারণে অভ্যন্তরীণ সম্পদ, ডাক ও টেলিযোগাযোগ, শ্রম, যুব ও ক্রীড়া, সড়ক পরিবহনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দপ্তর বন্ধ রয়েছে।
-সাইমন ইসলাম