বুধবার, ১২ মার্চ ২০২৫
১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরের চন্দ্রাতে বিক্ষোভ

গাজীপুরের চন্দ্রাতে বিক্ষোভ

গাজীপুরের চন্দ্রাতে বেতনের দাবিতে শ্রমিকরা চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।

গাজীপুরের চন্দ্রাতে বেতনের দাবিতে শ্রমিকরা চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ অবরোধের ফলে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, যার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পথচারীরা।

বিক্ষোভকারী শ্রমিকদের দাবি, হারডি অ্যাসোসিয়েট কারখানার মালিকপক্ষ দুই মাসের বেতন পরিশোধ না করে উধাও হয়ে গেছে। বেতন না পাওয়ায় তারা পরিবার-পরিজন নিয়ে দুর্ভোগে পড়েছেন এবং কোনো উপায় না দেখে বাধ্য হয়ে মহাসড়ক অবরোধ করেছেন। শ্রমিকরা ঘোষণা দিয়েছেন, মালিকপক্ষ সরাসরি এসে তাদের বকেয়া বেতন পরিশোধ না করা পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবেন।

বিক্ষোভকারীদের একজন বলেন, “আমরা বারবার বেতন চেয়েছি, কিন্তু মালিকপক্ষ আমাদের অভিযোগের কোনো সাড়া দেয়নি। আমাদের সন্তানদের খাবার নেই, ঘরভাড়া বাকি পড়েছে। এই অবস্থায় আমরা কীভাবে চলব?”

এদিকে শিল্প পুলিশ জানিয়েছে, মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে আলোচনা চালিয়ে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীও সক্রিয় রয়েছে।

প্রসঙ্গত, বেতন পরিশোধের একই দাবিতে গত সোমবার ও মঙ্গলবারও শ্রমিকরা বিক্ষোভ করেন। তবে গতকাল বুধবার (২৫ ডিসেম্বর) বড়দিনের ছুটি থাকায় কারখানা বন্ধ ছিল। আজ বৃহস্পতিবার কারখানা খুললে শ্রমিকরা আবারও বিক্ষোভে ফেটে পড়েন এবং মহাসড়ক অবরোধ করেন।

মহাসড়কে অবরোধের কারণে আশপাশের এলাকাগুলোতেও তীব্র যানজট সৃষ্টি হয়েছে। অফিসগামী যাত্রী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। অনেকেই বিকল্প পথ ব্যবহার করলেও সেখানে যানজটের তীব্রতা কম নয়।

শ্রমিকদের দাবির প্রতি সংহতি জানিয়ে স্থানীয় কিছু সামাজিক ও মানবাধিকার সংগঠন ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। তারা অবিলম্বে বেতন পরিশোধ করে শ্রমিকদের দুর্ভোগ লাঘবের আহ্বান জানিয়েছে।

বর্তমানে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ থাকলেও শিল্প পুলিশ এবং স্থানীয় প্রশাসন সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।

-সাইমুন ইসলাম

guest
0 মতামত সমুহ
Inline Feedbacks
View all comments