বুধবার, ১২ মার্চ ২০২৫
১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যুবলীগ নেতা এক অজ্ঞাত তরুণীকে হত্যার পর মরদেহ পুড়িয়ে গুম করার চেষ্টা

তরুণীকে হত্যার পর মরদেহ পুড়িয়ে গুম করার চেষ্টা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক অজ্ঞাত তরুণীকে হত্যার পর মরদেহ পুড়িয়ে গুম করার চেষ্টা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ফারহান ভূঁইয়া রনি নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভূঁইয়া শানুর বাড়িতে এ ঘটনা ঘটে। গ্রেফতার রনি শাহনেওয়াজ ভূঁইয়ার ছেলে এবং তিনি এলাকায় চিহ্নিত মাদকসেবী ও ছিনতাইকারী হিসেবে পরিচিত বলে পুলিশ জানিয়েছে।

ঘটনার বিবরণ

স্থানীয় বাসিন্দা ও পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার রাতে রহিমপুর গ্রামের এক বাড়ি থেকে একটি রাজহাঁস চুরি হয়। মঙ্গলবার সকালে হাঁস খুঁজতে বের হলে পাশের বাড়ি থেকে ধোঁয়ার গন্ধ বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। শাহনেওয়াজ ভূঁইয়ার পরিত্যক্ত একটি টিনের ঘরে গিয়ে ফারহান রনির কাছে ধোঁয়ার কারণ জানতে চাইলে তিনি জানান, ময়লা কাপড়-চোপর পুড়ানো হচ্ছে।

তার কথায় সন্দেহ হলে প্রতিবেশী এনামুল ও তার ভাই রুমান আগুনে পুড়ানো জিনিস দেখতে চান। এতে রনি ক্ষুব্ধ হয়ে তাদেরকে মারধরের হুমকি দেন। সন্দেহ আরও বেড়ে গেলে গ্রামের অন্যান্য লোকজন একত্রিত হয়ে ঘটনাস্থলে যান এবং সেখানে একটি মরদেহ পুড়তে দেখেন। গ্রামবাসী ফারহান রনিকে আটক করে পুলিশকে খবর দেন।

পুলিশের বিবৃতি

আখাউড়া থানার ওসি (তদন্ত) শাহীনূর ইসলাম জানান, যুবলীগ নেতার বাড়ির পরিত্যক্ত ঘরে মাটি খুঁড়ে একটি মরদেহ পুড়িয়ে গর্তে ফেলা হয়েছে। দেহের বেশিরভাগ অংশ পুড়ে অঙ্গার হয়ে গেছে এবং দেহের সঙ্গে কোনো মস্তক পাওয়া যায়নি। পোড়ানো হাতে চুড়ি থাকায় এটি এক তরুণীর দেহ বলে ধারণা করছে পুলিশ।

তদন্ত ও গ্রেফতার

মরদেহের পরিচয় শনাক্ত এবং হত্যার পেছনের রহস্য উদঘাটনে পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় রনিকে গ্রেফতার করা হলেও তার বাবা শাহনেওয়াজ ভূঁইয়া পলাতক রয়েছেন।

guest
0 মতামত সমুহ
Inline Feedbacks
View all comments