বুধবার, ১২ মার্চ ২০২৫
১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জিম্মি মুক্তি ইস্যুতে হামাসের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে-নেতানিয়াহু

জিম্মি মুক্তি ইস্যুতে হামাসের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে-নেতানিয়াহু

জিম্মি মুক্তি ইস্যুতে হামাসের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, জিম্মি মুক্তি ইস্যুতে হামাসের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে বক্তৃতাকালে তিনি এ তথ্য জানান।

নেতানিয়াহু বলেন, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সামরিক চাপে হামাস তাদের শর্ত শিথিল করতে বাধ্য হয়েছে। চুক্তির প্রতিটি শর্তে ইসরায়েলের স্বার্থ নিশ্চিত করতে প্রশাসন কঠোর পরিশ্রম করছে। তবে চুক্তি কবে চূড়ান্ত হবে, সে বিষয়ে তিনি এখনও নিশ্চিত নন।

প্রধানমন্ত্রী আরও বলেন, “আমরা জিম্মিদের ঘরে ফিরিয়ে আনতে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইতোমধ্যেই উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। কিন্তু যতক্ষণ না আমাদের নাগরিকেরা নিরাপদে তাদের নিজ নিজ ঘরে ফিরে আসছেন, ততক্ষণ পর্যন্ত আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

এছাড়া, চিরপ্রতিদ্বন্দ্বী ইরানের বিষয়েও মন্তব্য করেন নেতানিয়াহু। তিনি বলেন, “যারা আমাদের ধ্বংসের হুমকি দিচ্ছে, বিশেষ করে ইরান, তাদের প্রতিটি পদক্ষেপের ওপর আমরা কড়া নজর রাখছি। তাদের পারমাণবিক কার্যক্রমে যেকোনো মূল্যে বাধা দেওয়ার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ।”

নেতানিয়াহুর এসব মন্তব্য ইসরায়েলের কৌশলগত অবস্থানের শক্তি ও অঙ্গীকারের ইঙ্গিত বহন করে।

-সাইমুন ইসলাম

guest
0 মতামত সমুহ
Inline Feedbacks
View all comments