বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামের পটিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গোপন প্রতিষ্ঠাবার্ষিকী

চট্টগ্রামের পটিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গোপন প্রতিষ্ঠাবার্ষিকী

ছাত্রলীগের ছাদে কেক কাটা, ভিডিও ভাইরাল, পুলিশের তৎপরতা জোরদার

চট্টগ্রামের পটিয়ায় গভীর রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ তাদের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী গোপনে পালন করেছে। পটিয়া উপজেলা ছাত্রলীগের ব্যানারে শুক্রবার রাতের আঁধারে কুসুমপুরা ইউনিয়নের একটি অজ্ঞাত বাড়ির ছাদে কেক কাটে সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় নানা স্লোগানে মুখরিত হয় অনুষ্ঠানটি।

একটি ভিডিও রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে শুরু হয় তুমুল আলোচনা-সমালোচনা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত তৎপর হয়ে উঠে এবং পটিয়া থানার পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে টহল জোরদার করে।

উল্লেখযোগ্যভাবে, অনুষ্ঠানের ব্যানারে লেখা ছিল “শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে” এবং “জয় বাংলা বাহিনী।” ব্যানারে কুসুমপুরা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও পলাতক যুবলীগ নেতা খোরশেদ আলমের বড় ছবি স্থান পেয়েছে।

পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, “রাতের আধাঁরে একটি বিল্ডিংয়ের ছাদে গোপনে ছাত্রলীগের কিছু নেতাকর্মী প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। আমরা খবর পেয়ে দ্রুত টহল শুরু করি, তবে কোথাও তাদের সন্ধান পাওয়া যায়নি।”

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম হোসেন নয়ন জানান, “নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম দেশদ্রোহিতার শামিল। যারা এই দুঃসাহস দেখিয়েছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।”

ছাদে হাতেগোনা ২০ জনের উপস্থিতি লক্ষ্য করা গেলেও, ভিডিও প্রকাশের পর আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আরও বাড়ানো হয়েছে।

-সাইমন ইসলাম

guest
0 মতামত সমুহ
Inline Feedbacks
View all comments