শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দুইটি রাষ্ট্রের বন্ধুত্ব হবে দু’দেশের মানুষের মধ্যে, কেবলমাত্র সরকারের মধ্যে নয়: ড. মঈন খান

ভারত-বাংলাদেশের জনগণের বন্ধুত্ব মেনে নিতে পারে না সেদেশের রাজনীতিক, নীতির্ধারক ও নিরাপত্তা সংশ্লিষ্টরা- এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের নদী-পানির অধিকার আন্দোলন ও আন্তর্জাতিক ফারাক্কা কমিটির নেতা আতিকুর রহমান সালুর স্মরণসভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দুইটি রাষ্ট্রের বন্ধুত্ব হবে দু’দেশের মানুষের মধ্যে, কেবলমাত্র দুইটি দেশের সরকারের মধ্যে নয়।

দেশের বর্তমান রাজনৈতিক অবস্থাকে নির্দেশ করে ড. মঈন বলেন, ঐক্য করতে গিয়ে নতুন করে বাকশাল করে ফেললে কাজ হবে না। স্বৈরাচার পালালেও দেশে গণতন্ত্র পুরোপুরি ফিরে আসেনি বলেও মন্তব্য করেন তিনি।

এসময় প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন বিএনপির এ সিনিয়র নেতা।

guest
0 মতামত সমুহ
Inline Feedbacks
View all comments