শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদাবাজির মামলায় বিচারিক আদালতে কারাদণ্ড থেকে খালাস

চাঁদাবাজির মামলায়

চাঁদাবাজির মামলায় বিচারিক আদালতে সাত বছরের কারাদণ্ড থেকে খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান।

বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) তার আপিল মঞ্জুর করে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

চাঁদাবাজির অভিযোগে রফিকুল আলম নামে এক ব্যক্তি ২০০৭ সালের ৬ মার্চ দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এই মামলা করেন। ২০০৪ সালের ২৬ জুনের এক ঘটনায় ২০০৫ সালে দুই পর্বে পাঁচ লাখ টাকা চাঁদা নেয়ার অভিযোগ আনা হয়েছিল।

চাঁদাবাজির মামলায় ২০০৭ সালের ৭ মার্চ আমানকে গ্রেফতার দেখানো হয়। বিচার শেষে ২০০৮ সালের ৮ মে সাত বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়। এর বিরুদ্ধে ২০০৮ সালে হাইকোর্টে আপিল করেন আমান।

guest
0 মতামত সমুহ
Inline Feedbacks
View all comments