বুধবার, ২ এপ্রিল ২০২৫
২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ফ্যাসিবাদের পতন হলেও ফিরে আসতে পারে তারা : মির্জা ফখরুল

ফ্যাসিবাদের পতন

ফ্যাসিবাদের পতন হলেও তারা যেকোনো সময়ে ফিরে আসতে পারে বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । এজন্য তরুণ প্রজন্মকে সর্তকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে কবিতা পরিষদ আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদের পতন হলেও নিজেদের মধ্যে কোনো বিভাজন করা যাবে না। গোটা জাতিকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। এ সময় নির্বাচনের জন্য নূন্যতম সংস্কার করে গণতান্ত্রিক ধারায় ফিরতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ইসকনকে নিয়ে একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটা অবস্থা তৈরি করতে চায়। এমন কোনো হঠকারী সিদ্ধান্ত নেয়া যাবে না যাতে গোটা জাতি অন্ধকারে নিমজ্জিত হয়।