<

ঢাকায় হাসনাত আবদুল্লাহর গাড়িতে পিকআপের ধাক্কা

রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর গাড়িতে পেছন থেকে ধাক্কা দিয়েছে একটি পিকআপ। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

গতকাল বুধবার চট্টগ্রামের লোহাগড়া থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয় হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের গাড়ি বহরের সাথে থাকা একটি প্রাইভেট কার। একদিনের মাথায় এবার হাসনাত আবদুল্লাহর গাড়িতে ধাক্কা দেয়ার ঘটনা ঘটলো।

তাতে প্রাইভেট কারটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার শিকার হওয়া হাসনাত আবদুল্লাহর গাড়িটির ছবি এরইমধ্যে ছড়িয়ে পড়েছে ফেসবুকে। ছবিতে দেখা যায়, একটি পিকআপ প্রাইভেট কারের পেছনে ধাক্কা দিয়েছে।

গতকালকের মতো আজও দুর্ঘটনাটিকেও হত্যাচেষ্টা বলে মনে করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সারজিস আলম তার ফেসবুক পোস্টে লিখেছেন, সকালে কুমিল্লা থেকে ঢাকা আসার পথে হাসনাতের গাড়িতে পিছন থেকে আবার অন্য গাড়ি দিয়ে চাপা দেয়ার চেষ্টা করা হয়েছে! এসব ষড়যন্ত্র করে আর কত? কয়জন হাসনাত মারবেন? মনে নাই সেই অভ্যুত্থানের দিনগুলোর কথা? একজনকে যখন বুলেটের আঘাতে লাশ বানিয়েছেন তখন সেই জায়গায় অন্যজন দাঁড়িয়ে গিয়েছে! কিন্তু পিছু হটেনি৷ ঠিক একইভাবে এক হাসনাতকে মারলে হাজারো হাসনাত এখন দাঁড়িয়ে যেতে প্রস্তুত৷ এই নতুন বাংলাদেশের চলার পথকে অবরুদ্ধ করার দুঃসাহস দেখাবেন না৷ এই তরুণ প্রজন্ম মাথা নোয়াবার নয়৷