বুধবার, ১২ মার্চ ২০২৫
১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম আজ থেকে শুরু 

ভোটার তালিকা হালনাগাদ

দেশব্যাপী সপ্তমবারের মতো ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম আজ থেকে শুরু হচ্ছে। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, এই কার্যক্রম চলবে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত

দেশব্যাপী সপ্তমবারের মতো ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম আজ থেকে শুরু হচ্ছে। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, এই কার্যক্রম চলবে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। তথ্য সংগ্রহ শেষে নিবন্ধন কার্যক্রম ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১১ এপ্রিল পর্যন্ত চলবে। যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে, তাদের তথ্য সংগ্রহ করা হবে।

সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এবং অন্যান্য কমিশনারদের উপস্থিতিতে হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন হবে। এতে ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা রেঞ্জের ডিআইজি ও নির্বাচন কমিশন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানান, হালনাগাদ শেষে ১ দশমিক ৫২ শতাংশ নতুন ভোটার যুক্ত করার লক্ষ্যমাত্রা রয়েছে। পুরো কার্যক্রমে ৬৫ হাজার লোকবল নিয়োজিত থাকবে। সিইসি জানিয়েছেন, আগামী ছয় মাসের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে।

ইসি জানায়, নতুন ভোটারদের জন্মসনদ, জাতীয়তা সনদ, আত্মীয়ের এনআইডি কপি, শিক্ষাগত যোগ্যতার সনদ এবং ইউটিলিটি বিলের কপি জমা দিতে হবে। এছাড়া দ্বৈত ভোটার হওয়া আইনে দণ্ডনীয় অপরাধ। আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে এটি সহজেই শনাক্ত করা যায়।

সবশেষ হালনাগাদ অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। এবারের হালনাগাদে আরও ৪০-৪৫ লাখ নতুন ভোটার যুক্ত হতে পারে বলে আশা করা হচ্ছে।

-সায়মন ইসলাম

guest
0 মতামত সমুহ
Inline Feedbacks
View all comments