বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিক্ষোভ, ভাঙচুর ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের হয়েছে। এই তিন মামলায় ৭৬ জনের নাম উল্লেখসহ ১ হাজার ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় নগরীর কোতোয়ালী থানায় পুলিশ বাদী হয়ে মামলাগুলো দায়ের করে। এছাড়া চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানা যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন আদালত প্রাঙ্গণ, রঙ্গম সিনেমা হল ও কোতোয়ালী মোড়ে তিনটি স্থানে পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও সংঘর্ষের পৃথক ঘটনায় তিনটি মামলা হয়েছে। এসব মামলায় বুধবার বিকেল পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে আটক হওয়া ২৮ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।