দেশকে এগিয়ে নিতে ঐক্যের বিকল্প নেই বলেছেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু । এজন্য দলমত নির্বিশেষে বৃহত্তর জাতীয় ঐক্য প্রয়োজন। শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে নাটোর সদরের তেবাড়িয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত এক সমাবেশে একথা বলেন তিনি।
তিনি বলেন, পতিত স্বৈরাচার ও তার দোসরেরা আত্মগোপনে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যাচার করছে। তারা দেশে অশান্তি সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তাদের কোনো ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না। এ বিষয়ে জনগণকে সচেতন থাকারও আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন,দেশকে এগিয়ে নিতে দেশ ও জনগণের স্বার্থে সবাকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অন্যথায় বিপ্লবের সাফল্য ধরে রাখা কঠিন হবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মতো দেশ গঠনেও জাতীয়তাবাদী ও ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। এ সময় দ্রুত ভোটার তালিকা হালনাগাদ করে আগামী বছরের মধ্যে নির্বাচন দেয়ার আহ্বানও জানান তিনি।