বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আ. লীগকে পুনর্বাসনের চেষ্টা হলে প্রয়োজনে আরেকটি একটি বিপ্লব: নুর

আ. লীগকে পুনর্বাসনের

আ. লীগকে পুনর্বাসনের চেষ্টা হলে প্রয়োজনে আরও একটি বিপ্লব হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর লালদীঘি পাড়ে দলটির সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

নুরুল হক নুর বলেন, যারা আ. লীগকে পুনর্বাসনের পদক্ষেপ নিতে চায় তারা ফ্যাসিবাদের দোসর। ছাত্র-জনতার রক্তের ওপর দিয়ে সংগঠনটির এ দেশে রাজনীতি করার কোনও সুযোগ নেই। প্রয়োজনে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ঢাকায় সমাবেশেরও হুঁশিয়ারিও দেন তিনি।

আগামী নির্বাচনে তিনশ আসনে গণঅধিকার পরিষদ প্রার্থী দেবে জানিয়ে দলটির সভাপতি বলেন, এখনও কোনও রাজনৈতিক দলের সাথে জোট করেনি তার দল। অন্তরর্বর্তী সরকারের প্রতি সব দলের সমর্থন থাকলেও গনবিরোধী কোনও কার্যক্রম চালালে তাদের বিরুদ্ধে অবস্থান নিতে কালক্ষেপণ করবে না গণঅধিকার পরিষদ।