টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন নিউজিল্যান্ডের তারকা পেসার টিম সাউদি। আগামী বছরের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টই হবে সাদা পোশাকের ক্যারিয়ারে তার শেষ ম্যাচ।
২০০৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই টেস্ট অভিষেক হয়েছিল সাউদির। এবার বিদায়ী ম্যাচের প্রতিপক্ষ হিসেবে সেই ইংল্যান্ডকেই বেছে নিলেন ৩৫ বছর বয়সী এই পেসার।
সাদা পোশাকে কিউইদের হয়ে ১০৪ টেস্ট খেলে দ্বিতীয় সর্বোচ্চ ৩৮৫ উইকেট শিকার করেছেন তিনি। ওয়ানডেতে তৃতীয় সর্বোচ্চ ২২১টি ও টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১৬৪ উইকেট শিকার তার। তিন সংস্করণ মিলিয়ে ৩৯১ ম্যাচ খেলে সাউদি নিয়েছেন ৭৭০ উইকেট। যা নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ। টেস্টে ব্যাট হাতে ৯৩ ছক্কায় করেছেন ২ হাজারের বেশি রান।
এর আগে, চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলে বিদায় নেয়ার কথা বলেছিলেন টিম সাউদি। কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা সুখকর না হওয়ায় আগেভাগেই বিদায়ের ঘোষণা দিলেন এই কিউই পেসার।