সোমবার, ৭ এপ্রিল ২০২৫
৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সিডরের ভয়াল সেইদিন আজ

প্রাকৃতিক দুর্যোগের ভয়াল স্মৃতি বিজড়িত ১৫ নভেম্বর আজ। ২০০৭ সালের এইদিনে দেশের দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে বয়ে গিয়েছিল স্মরণকালের ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ‘সিডর’। সিডরের আঘাত, প্রাণহানী, ক্ষয়-ক্ষতির সেই দুঃসহ স্মৃতি যা আজও ভুলতে পারেনি উপকূলবাসী।

ওইদিন উপকূলের লাখো মানুষ সবকিছু হারিয়ে নিঃস্ব হয়েছিল। ঘটেছিল অসংখ্য মানুষের প্রাণহানি। স্বজনহারা মানুষের আহাজারিতে ভারি হয়ে ওঠে আকাশ-বাতাস। সিডরের তান্ডবে মৃত্যু উপত্যকায় পরিণত হয় দক্ষিণাঞ্চলের দুই শতাধিক উপজেলা। বিধ্বস্ত হয় ৬ লাখ মানুষের বসতবাড়ি, ফসলের ক্ষেত। ভয়াবহ বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয় সড়ক, নৌ, বিদ্যুৎ এবং টেলিযোগাযোগসহ আধুনিক সভ্যতার সার্বিক অবকাঠামো।

সংবাদপত্র ও টেলিভিশনে প্রকৃতির এ ধ্বংসযজ্ঞের চিত্র দেখে শিউরে ওঠে গোটা বিশ্ব। সাহায্যের হাত বাড়ায় দেশি-বিদেশিরা। সময়ের আবর্তনে বছর ঘুরে ঘুরে এসেছে সেই দিন। স্মৃতিচারণে চাপা কান্না আর দীর্ঘশ্বাস নিয়ে হারিয়ে যাওয়া স্বজনদের উদ্দেশে বহু জায়গায় আয়োজন করা হবে দোয়া ও মোনাজাতের।

এদিকে, দিবসটিকে নানা কর্মসূচিতে স্মরণ করছে উপকূলবাসী। সিডরে নিহতদের স্মরণে বরগুনা সদরে শ্রদ্ধা নিবেদন ও স্মরণসভার আয়োজন করা হয়। পাথরঘাটায় অনুষ্ঠিত হয়েছে র‍্যালি ও আলোচনা সভা। এছাড়া, ঝালকাঠিসহ উপকূলীয় বিভিন্ন জেলাতেও নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।