<

কোহলি-বাবর-শচীনকে যেখানে ছাড়িয়ে গেলেন গুরবাজ

আন্তর্জাতিক ক্রিকেটে রহমানুল্লাহ গুরবাজের অভিষেক ২০১৯ সালে। ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে আফগানিস্তান জাতীয় দলের জার্সিতে তার যাত্রাটা শুরু হয়। একদিনের ক্রিকেটে অভিষেক হয় তারও দেড় বছর পর। এখন পর্যন্ত ৪৬টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। আর এরই মাঝে ভেঙে ফেলেছেন ভিরাট কোহলি, বাবর আজম এমনকি ক্রিকেটের আইকনিক মেগাস্টার শচীন টেন্ডুলকারের একটি রেকর্ড।

আসলে রেকর্ডটি সামগ্রিক ক্যারিয়ারের পরিসংখ্যান নিয়ে নয়। উল্লিখিত খেলোয়াড়দের তুলনায় যোজন-যোজন নতুন গুরবাজ। তবে এদের সবার চেয়ে কম বয়সেই ওয়ানডে ক্যারিয়ারে অষ্টম সেঞ্চুরিতে পৌঁছে গেছেন এই আফগান ব্যাটার।

অষ্টম ওয়ানডে সেঞ্চুরিতে গুরবাজ যেদিন পৌঁছান, সেদিন তার বয়স ২২ বছর ৩৪৯ দিন। একই কীর্তি গড়তে শচীন টেন্ডুলকারের লেগেছে ৮ দিন বেশি। কোহলি ও বাবরের সেটি লেগেছে যথাক্রমে ২৩ বছর ২৭ দিন ও ২৩ বছর ২৮০ দিন।

উল্লেখ্য, তালিকায় সবার শীর্ষে দক্ষিণ আফ্রিকার ব্যাটার কুইন্টন ডি কক। দ্রুততম অষ্টম শতকের কীর্তি গড়তে মাত্র ২২ বছর ৩১২ দিন লেগেছিল এই প্রোটিয়া তারকার।