<

শ্রমিক দলনেতা হাসান মাহমুদ হত্যা মামলায় মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও সাংবাদিক হাসান মাহমুদ হত্যা মামলার আসামি ও মহিলা লীগের নেত্রী জাকিয়া সুলতানাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। জাকিয়া সুলতানা পটুয়াখালী জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলিস্তানের পীর ইয়ামিন হোটেলের একটি কক্ষ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি এ তথ্য জানায়।

খিলগাঁও থানা সূত্রে জানা যায়, হাসান মাহমুদ গত ৩১ জুলাই খিলগাঁও এলাকার নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। ওই দিন রাতে তিনি আর বাসায় ফেরেননি। পরে তাঁর লাশ গোড়ান ছাপড়া মসজিদের সামনের রাস্তা থেকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় হাসান মাহমুদের স্ত্রী ফাতেমা বাদী হয়ে খিলগাঁও থানায় একটি মামলা করেন। সেই মামলায় তিনি অভিযোগ করেন, সাদাপোশাকে অস্ত্রধারী অজ্ঞাতনামা ৫০-৬০ জন মানুষ তাঁর স্বামী হাসান মাহমুদকে তুলে নিয়ে গিয়েছিলেন। পরের দিন রাস্তায় তাঁর লাশ পাওয়া যায়।