উত্তর ভারতে এর বাগপত জেলায় ‘লাড্ডু মহোৎসব’ চলাকালে একটি কাঠের মঞ্চ ধসে অন্তত ৭ জন নিহত এবং ৭৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) আদিনাথের ‘অভিষেক’ উপলক্ষে শত শত ভক্ত মন্দিরে সমবেত হলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিস্তারিত
বাগপত জেলার ম্যাজিস্ট্রেট অস্মিতা লাল জানিয়েছেন, আহতদের মধ্যে ৩০ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, পুরোহিতরা লাড্ডু বিতরণ করতে মঞ্চে ওঠার পর কাঠের নির্মাণটি হঠাৎ ধসে পড়ে, যার ফলে এই হতাহতের ঘটনা ঘটে।
উত্তর ভারতে ধর্মীয় উৎসবে নিরাপত্তার অভাব
ভারতের প্রধান ধর্মীয় উৎসবগুলোতে নিরাপত্তার ঘাটতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে।
- ২০২3 সালে উত্তরপ্রদেশের এক ধর্মীয় সমাবেশে পদদলিত হয়ে ১২১ জন নিহত হয়েছিলেন।
- ২০১৬ সালে কেরালার এক মন্দিরে আতশবাজি বিস্ফোরণে ১১২ জন প্রাণ হারিয়েছিলেন।