সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ শুক্রবার (১ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ বাজার স্টেশন চত্বরে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস চালু না হলে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে। দ্রুত ট্রেন চালু করতে পশ্চিম অঞ্চল রেলের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে স্মারকলিপি দেয়া হবে বলেও জানানো হয় কর্মসূচি থেকে।
মানববন্ধনে ছাত্র অধিকার পরিষদের সভাপতি সালমান রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম। জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও মানববন্ধনে অংশ নেন।