<

যুক্তরাষ্ট্রের মতো বাংলাদেশ সরকারের মেয়াদও ৪ বছর হওয়া উচিত: হাসান আরিফ

মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বাংলাদেশ সরকারের মেয়াদও ৪ বছর হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ। আজ বুধবার (৩০ অক্টোবর) দুপুরে সচিবালয়ে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার নির্বাচন ৩ বছর মেয়াদ হওয়া উচিত। এই নির্বাচন ৫ বছর করে কোনো লাভ হয়নি। স্থানীয় নির্বাচন যদি ৩ বছর মেয়াদি হয়, তবে বেশি সংখ্যক প্রার্থী এতে অংশ নেবে।

তিনি আরও বলেন, সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর জন্য ম্যান্ডেট পাওয়া তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয় আদালতের ঘাড়ে চাপিয়ে। সংবিধানে কেয়ারটেকার সরকারকে কীভাবে স্থায়ীরুপে দেয়া যায়, সেই পথ কমিশন খুঁজে বের করবে।

এছাড়া সিটি করপোরেশন, পৌরসভাগুলোতে সাময়িক নয়, দীর্ঘমেয়াদে ফুলটাইম প্রশাসক দেয়া হবে বলেও জানান তিনি।