<

হবিগঞ্জে মা-মেয়েকে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

হবিগঞ্জের বাহুবলে ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মোহাম্মদ ইয়াছির আরাফাত এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পরপরই দণ্ডপ্রাপ্ত আসামিদের হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়। তারা হলেন- সিলেটের শাহপরান থানার চৌকিদীঘি গ্রামের আলমগীর হোসেনের ছেলে আমীর হোসেন, বাহুবল উপজেলার হাজী মাদাম গ্রামের টেনু মিয়ার ছেলে আব্দুল হান্নান ও একই উপজেলার মহিব উল্লাহর ছেলে মনির মিয়া।

উল্লেখ্য, ২০২১ সালের ১৮ মার্চ দিবাগত রাতে বাহুবল উপজেলার দ্বিগাম্বর বাজারের কাছে একটি ভাড়া বাসার তৃতীয় তলায় খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে ছিলেন কাচামাল ব্যবসায়ী সনজিত দাসের স্ত্রী অঞ্জলি দাস (৩০) ও তার মেয়ে পূজা রানী দাস (৮)। মধ্যরাতে ডাকাতদল তাদের ঘরে প্রবেশ করে। এ সময় ডাকাতদের চিনে ফেলায় মা মেয়েকে গলাকেটে হত্যা করে স্বর্ণালংকারসহ মালামাল লুট করে নিয়ে যায় তারা। সকালে তাদের গলাকাটা মরদেহ দেখতে পান স্থানীয়রা।

পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ ঘটনার পর অঞ্জলি দাসের স্বামী সনজিত বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্তের পর পুলিশ ২০২২ সালের ৩১ আগস্ট উল্লেখিত ৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। মামলায় ২০ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে ৩ জনের ফাঁসির আদেশ দিয়ে রায় ঘোষণা করেন বিচারক।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবি অ্যাডভোকেট হাবিবুর রহমান খান জানান, আদালতের রায়ে ন্যায় বিচার পেয়েছে সনজিত দাসের পরিবার।