চট্টগ্রামে তেলের ট্যাংকারের আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রামে বাংলাদেশ শিপিং করপোরেশনের আরেকটি তেলের ট্যাংকারে আগুনের ঘটনা ঘটেছে। প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণ করে কোস্ট গার্ড ও নৌবাহিনী।

এ সময় এমটি বাংলার সৌরভ নামের ট্যাংকারটি থেকে ৩৬ নাবিককে উদ্ধার করে কোস্টগার্ড। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ২ জন।

কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান জানান, মধ্যরাতে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে ট্যাংকারে। খবর পেয়ে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা সাড়ে ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।

বাংলার সৌরভ ট্যাংকারে তেল ছিল কি না, তা নিশ্চিত করা যায়নি। গত সোমবার বন্দরে নোঙর করে রাখা বিএসসির ‘এমটি বাংলার জ্যোতি’ নামে আরেক ট্যাংকারে আগুন লেগেছিলো। সেই আগুনে ৩ জন নিহত হন।