নারী টি-২০ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ শনিবার বাংলাদেশ সময় রাত ৮টায়।
উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে বাংলাদেশ নারী দল। দলগত সাফল্যে টি-টোয়েন্টির বিশ্বমঞ্চে শুধু এক দশক পরে জয়ই নয়, স্কটিশদের বিপক্ষে কয়েকটি মাইলফলকও ছুঁয়েছেন মেয়েরা। প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-২০ তে নিগার সুলতানা জ্যোতি খেলেছেন শততম ম্যাচ। টি-২০তে নাহিদা আক্তার পেয়েছেন শততম উইকেট। বাংলাদেশের জয় এই দুই অর্জনে যেন আরো মধুর হয়েছে।
এ সব কিছু সঙ্গী করেই এবার বাংলাদেশ দাঁড়াবে শক্তিশালী ইংল্যান্ডের সামনে। যাদের বিপক্ষে লড়াইটা খুব সহজ হবে না জ্যোতির দলের। আইসিসি র্যাঙ্কিংয়ের দুইয়ে থাকা ইংলিশ মেয়েরা শিরোপা জয়ের শক্ত দাবি নিয়েই টুর্নামেন্টে এসেছে। তাই তাদের বিপক্ষে ম্যাচটিতে বেশ সতর্ক থাকতে হবে বাংলাদেশের মেয়েদের।
স্কটল্যান্ডের বিপক্ষে বোলিংটা ভাল হলেও, দলের উদ্বেগ ব্যাটারদের ফর্ম। প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ব্যাটাররা ভালো করলেও, মূল ম্যাচে আবারো খেই হারিয়েছেন তারা। বোলারদের কল্যাণে প্রথম ম্যাচ জিতলেও, টুর্নামেন্টে সামনের ম্যাচগুলোতে ভালো করতে হলে ব্যাটারদের ভালো করতেই হবে।
টি-২০ তে এখন পর্যন্ত মাত্র তিনবার ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে টাইগ্রেসরা। ২০১৪, ১৬ ও ১৮, তিনবারই আইসিসির বিশ্বমঞ্চে। তিনবারই হারতে হয়েছে বাংলাদেশের মেয়েদের।
বি-গ্রুপে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের তুলনায় শিরোপা দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে ইংল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে জয় দিয়েই এবারের টুর্নামেন্ট শুরু করতে চাইবে তারা। স্কটিশদের হারিয়ে বাংলাদেশ এখন ইংলিশ-অভিযাত্রায় বাধা হতে পারে কি না সেটাই এখন দেখার।