বুধবার, ২৬ মার্চ ২০২৫
২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান ফুটবলাররা

আজ ব্যালন ডি’অরের রাত। ৬৮তম বারের মতো এই পুরস্কার তুলে দেওয়া হবে সেরা ফুটবলারের হাতে। ফ্রান্সের রাজধানী প্যারিসের থিয়েটার দু শাতলেতে বাংলাদেশ সময় রাত একটায় শুরু হওয়া অনুষ্ঠানে ঘোষণা করা হবে এ বছরের ব্যালন ডি’অরজয়ীর নাম। ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রি, কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহামসহ ৩০ জন আছেন ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায়। কে জিতবেন এবারের ব্যালন ডি’অর, ফুটবল–বিশ্বে এটাই হয়তো এখন সবচেয়ে বড় প্রশ্ন।

কে পুরস্কার জিতবেন, এটির সঙ্গে কারও কারও মনে আরেকটি প্রশ্নও আসতে পারে; ব্যালন ডি’অরজয়ীরা কি অর্থ পুরস্কার পান? আর যদি অর্থ পুরস্কার পেয়েই থাকেন, তাহলে সেই অঙ্কটা কত? থিয়েটার দু শাতলেতে ‘ফুটবল অস্কার’ অনুষ্ঠানের আগে ব্যালন ডি’অরজয়ীরা অর্থ পুরস্কার পান কি না, এই প্রশ্নের উত্তর দিতে গেলে এক শব্দে বলতে হবে—না!