ক্রিস্টোফার নোলানের অনন্য সৃষ্টি ‘ডার্ক নাইট’ ট্রিলজি। সেই মুভিগুলোর প্রথম পার্ট ব্যাটম্যান বিগিনস, যেটি মুক্তি পায় ২০০৫ সালে। সেই সিনেমার মধ্য দিয়ে আবার আলোচনায় আসে ব্যাটম্যানের সুপার কার ‘ব্যাটমোবিল’। মুভিগুলোর জন্য তৈরি করা দশটি অফিসিয়াল ব্যাটম্যান টাম্বলার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ওয়ার্নার ব্রোস। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম এমএসএন এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, প্রতিটি অফিসিয়াল ব্যাটমোবিলের দাম হাঁকানো হচ্ছে ৩ মিলিয়ন ইউএস ডলার। এই হাইপারকারগুলোর চাহিদা রয়েছে সারাবিশ্বে। এর আগে, আন-অফিসিয়ালি ব্যক্তিগতভাবে অনেক ভক্ত তৈরি করেছেন এই গাড়িটি। সেগুলোর বেশিরভাগ দেখা গিয়েছে আরব আমিরাতে।
ব্যাটম্যান সিনেমায়, ব্যাটমোবিল টাম্বলার একটি জেট টারবাইন দ্বারা চালিত ছিলো। তবে সাধারণ জনগণের জন্য রাস্তায় এই জেট টারবাইন পাওয়ার অবশ্যই সমস্যার কারণ। সেজন্য ইঞ্জিনে কিছুটা পরিবর্তন রয়েছে। রিমেক ভার্শনে, একটি ৬.২ লিটার এল-এস-৩ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা ৫২৫ হর্সপাওয়ার এবং ৪৮৬ টর্ক অফার করে। প্যাডেল শিফটারগুলোর সাথে কিছু ম্যানুয়াল নিয়ন্ত্রণের অপশন রাখা হয়েছে।
ব্যাটমোবিল টাম্বলারগুলো, একটি স্টিল টিউব স্পেস ফ্রেমের মধ্যে কার্বন ফাইবার এবং কেভলার দিয়ে তৈরি করা হয়েছে। সুপারকারটির ওজন ৫ হাজার ২১১ পাউন্ড। এছাড়াও, গ্রাহকরাবাম-হাত অথবা ডান-হাত স্টিয়ারিং নির্বাচনসহ অভ্যন্তরীণ কাস্টমাইজ করতে পারবেন।