<

দুধ ও মাংসের বাজার স্থিতিশীল রাখার আহ্বান ফার্মারস অ্যাসোসিয়েশনের

দেশে দুধ ও মাংসের বাজার স্থিতিশীল রাখা এবং সাশ্রয়ী মূল্যে বাজারে জোগান দিতে খামারিদের সহযোগিতা করার দাবি জানিয়েছেন বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মারস অ্যাসোসিয়েশন।

রোববার (২০ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংগঠনটির নতুন কমিটির পরিচিতি অনুষ্ঠানে এসব কথা জানানো হয়।

এ সময় ডেইরি ও ফ্যাটেনিং খামারের কৃষি বিদ্যুৎ বিল প্রতি ইউনিট ৫ দশমিক ৪০ টাকা ও গরুর ফার্ম এর প্রতি ইউনিট ১১-১৪ টাকা করার দাবি জানানো হয়। এ ছাড়াও, পানির বিলসহ সকল বিল কৃষির আওতায় আনা, খামারিদের জন্য গো-খাদ্য আমদানিতে শুল্কমুক্ত সুবিধার ব্যবস্থা করাসহ ৭ দফা দাবি জানানো হয়।

সংগঠনের পক্ষ থেকে দাবি বাস্তবায়ন করে দ্রুত খামারিদের সমস্যা সমাধানের আহ্বান জানানো হয়।