<

সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু 

সুনামগঞ্জের দিরাইয়ে খাস জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে নইমুল ইসলাম (৪৫) নামের একজন নিহত হয়েছেন। নইমুল ইসলাম প্রতিপক্ষের বন্দুকের গুলিতে মারা গেছেন বলে দাবি স্বজনদের।

শুক্রবার (৪ অক্টোবর) জুম্মার নামাজের পর জগদল ইউনিয়নের মাতারগাঁও গ্রামে এই সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধসহ উভয়পক্ষের অন্তত ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। 

জগদল ইউপি চেয়ারম্যান মো. হূমায়ুন রশীদ জানান, খাস জমি নিয়ে দারা মিয়া ও মকবুল লন্ডনির লোকদের মধ্যে বিরোধ থাকায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। প্রতি শুক্রবার একই মসজিদে নামাজ পড়তে দু’পক্ষের মধ্যে মারামারির আশঙ্কা থাকতো। এ নিয়ে বিচার-সালিসও হয়েছে। এরপরও আজ নামাজের পর পর দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে একজন নিহত হয়েছেন। সংঘর্ষে গুলি ছুড়া হয়েছে বলে শুনেছি। 

দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, দু’পক্ষের সংঘর্ষে একজন মারা গেছেন। পুলিশ ঘটনাস্থলে আছে। বিস্তারিত পরে জানা যাবে বলেও জানান তিনি।