বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি নেতা শাহাদাতকে চট্টগ্রাম সিটির মেয়র ঘোষণা

বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ঘোষণা করে রায় দিয়েছে আদালত। একইসঙ্গে আগামী ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খাইরুল আমীনের আদালত এই রায় দেয়।

বাদিপক্ষের আইনজীবী আরশাদ হোসেন আসাদ সাংবাদিকদের জানান, ২০২১ সালের ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী তিন লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়ে জয়লাভ করেছিলেন। 

তবে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ১৯ আগস্ট সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করে প্রজ্ঞাপন দেয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

আসাদ জানান, ২০২১ সালে এই সিটির নির্বাচনে জয়ী প্রার্থীর প্রধান প্রতিদ্বন্দ্বি ছিলেন বিএনপির শাহাদাত হোসেন। তিনি পেয়েছিলেন ৫২ হাজার ৪৮৯ ভোট।

বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ঘোষণা করে রায় দিয়েছে আদালত। একইসঙ্গে আগামী ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খাইরুল আমীনের আদালত এই রায় দেয়।

বাদিপক্ষের আইনজীবী আরশাদ হোসেন আসাদ সাংবাদিকদের জানান, ২০২১ সালের ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী তিন লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়ে জয়লাভ করেছিলেন। 

তবে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ১৯ আগস্ট সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করে প্রজ্ঞাপন দেয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

আসাদ জানান, ২০২১ সালে এই সিটির নির্বাচনে জয়ী প্রার্থীর প্রধান প্রতিদ্বন্দ্বি ছিলেন বিএনপির শাহাদাত হোসেন। তিনি পেয়েছিলেন ৫২ হাজার ৪৮৯ ভোট।

তবে ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি শাহাদাত ভোটে কারচুপির অভিযোগ এনে ফলাফল বাতিল, মেয়র হিসেবে রেজাউল করিম চৌধুরীকে নির্বাচিত ঘোষণা করে প্রকাশিত গেজেট বাতিল করে পুনর্নির্বাচন চেয়ে চট্টগ্রাম প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক খাইরুল আমিনের আদালতে মামলা করেন। এতে বিবাদি করা হয় ৯ জনকে। সেই মামলায় মঙ্গলবার তাকে মেয়র ঘোষণা করা হলো।