ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে দেশটিতে পাল্টা হামলার পরিকল্পনা চূড়ান্ত করেছে ইসরায়েল। একটি সূত্রের বরাত দিয়ে বুধবার সিএনএন এ তথ্য জানিয়েছে।
সিএনএন এর সূত্র জানায়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-সহ ইসরায়েলি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছেন, তেল ও পারমাণবিক স্থাপনার পরিবর্তে ইরানের সামরিক স্থাপনায় সীমিত পরিসরে পাল্টা হামলা চালানো হতে পারে।
যুক্তরাষ্ট্রের একাধিক সূত্রের বরাত দিয়ে সিএনএন আরও জানিয়েছে, ইসরায়েল আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ইরানে হামলা চালাতে পারে। তবে এবার ইসরায়েল হামলা চালালে, কঠিন ও বেদানাদায়ক জবাব দিতে তেহরান প্রস্তুত বলে জানিয়েছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।