বুধবার, ১২ মার্চ ২০২৫
১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

এইচআরডব্লিউ: র‍্যাব বিলুপ্তি ও নিরাপত্তা বাহিনীর সংস্কারই টেকসই মানবাধিকার উন্নয়নের চাবিকাঠি

এইচআরডব্লিউ

এইচআরডব্লিউ বৈশ্বিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ সতর্ক করেছে, নিরাপত্তা বাহিনীগুলোর কাঠামোগত সংস্কার ছাড়া বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের মানবাধিকার উন্নয়নের প্রচেষ্টা ব্যর্থ হতে পারে। সংস্থাটির সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্তির দাবি জানিয়ে বলা হয়েছে, এই বাহিনীর রাজনৈতিক প্রভাবমুক্তকরণ এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনা জরুরি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, র‍্যাব দীর্ঘদিন ধরে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত, যা রাজনৈতিকভাবে অপব্যবহৃত হয়েছে। শুধু বিলুপ্তি নয়, র‍্যাব সংশ্লিষ্ট কর্মকর্তাদের পুনঃপ্রশিক্ষণ এবং মানবাধিকার লঙ্ঘনের পুনরাবৃত্তি ঠেকাতে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে।

জাতিসংঘ এবং দাতা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, র‍্যাব বিলুপ্তি ও নিরাপত্তা বাহিনীর সংস্কারে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীতে রাজনৈতিক প্রভাবমুক্ত নিয়োগ ও পদোন্নতির প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।

এইচআরডব্লিউ’র জ্যেষ্ঠ গবেষক জুলিয়া ব্লেকনার এক সংবাদ সম্মেলনে বলেছেন, “র‍্যাবকে বিভিন্ন সরকারের নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। তাদের স্বাধীন করা এবং রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, কাঠামোগত সংস্কার ছাড়া মানবাধিকার উন্নয়নের বর্তমান প্রচেষ্টা টেকসই হবে না এবং দীর্ঘমেয়াদে ফলপ্রসূ প্রভাব ফেলতে ব্যর্থ হবে।

guest
0 মতামত সমুহ
Inline Feedbacks
View all comments