শান্তিতে নোবেলজয়ী জাপানি সংস্থা নিহন হিদানকিও’কে ড. ইউনূসের অভিনন্দন

২০২৪ সালে শান্তিতে নোবেলজয়ী জাপানের পরমাণু অস্ত্রবিরোধী সংস্থা নিহন হিদানকিওকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১১ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রধান উপদেষ্টা বলেন, পারমাণবিক নিরস্ত্রীকরণ এবং শান্তির প্রতিষ্ঠায় প্রতিষ্টানটির প্রচেষ্টা সকলের জন্য অনুপ্রেরণা। হিরোশিমা এবং নাগাসাকির মতো ভয়াবহতা যাতে কেউ ভুলে না যায় এবং নিরাপদ বিশ্ব গড়তে প্রতিস্থানটির চেষ্টা অনুরণিত। আপনাদের মনোবল ও উত্সর্গের জন্য ধন্যবাদ।

এবছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে জাপানের পরমাণু অস্ত্রবিরোধী সংস্থা নিহন হিদানকিও। পারমাণবিক অস্ত্রবিরোধী বিশ্ব গড়ার প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে জাপানের সংগঠনটিকে এই পুরস্কার দেয়া হয়েছে। আজ শুক্রবার (১১ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় নরওয়ের রাজধানী অসলো থেকে শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করে নরওয়েজিয়ান নোবেল কমিটি।