পূজা পালনে কিছু চ্যালেঞ্জ এবং শঙ্কা থাকলেও সরকার পাশে ছিল। এবার পূজা আরও বেশি জাঁকজমকপূর্ণ হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম।
শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় বনানী মণ্ডপ পরিদর্শনের পর এসব কথা বলেন তিনি। আইজপি বলেন, সব ধর্মের মানুষের উৎসব পালন সংবিধান স্বীকৃত। এবারের পূজায় ছোট কিছু ঘটনা ঘটেছে। প্রায় সময়ই এমন হয়। মুসলমানদের উৎসবেও এমন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
তিনি বলেন, যারা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে তাদের সবার রেকর্ড পুলিশের কাছে আছে। সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানান পুলিশপ্রধান।
এ সময় তিনি জানান, দুর্গাপূজা ঘিরে এ পর্যন্ত ৩৫টি নাশকতার ঘটনা ঘটেছে, মামলা হয়েছে ১১টি। এর মধ্যে ১৭ জন গ্রেফতার হয়েছে বলেও জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক ময়নুল ইসলাম।