বুধবার, ১২ মার্চ ২০২৫
১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সাগর রুনি হত্যাকান্ডের তদন্ত পিছিয়েছে ১১৪ বার!! 

সাগর রুনি হত্যাকান্ডের তদন্ত পিছিয়েছে ১১৪ বার!! 

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি (সাগর রুনি) হত্যাকাণ্ডের ১৩ বছর পেরিয়ে গেলেও বিচার হয়নি।

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি (সাগর রুনি) হত্যাকাণ্ডের ১৩ বছর পেরিয়ে গেলেও বিচার হয়নি। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকার পশ্চিম রাজাবাজারের নিজ বাসায় তারা খুন হন। তদন্তের দায়িত্ব ডিবি থেকে র‍্যাবের কাছে গেলেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পিছিয়েছে ১১৪ বার, যা বিরল ঘটনা।

সাগর ছিলেন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক, আর রুনি এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক। হত্যার পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যে খুনিরা গ্রেফতার হবে। কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে তদন্তে অগ্রগতি হয়নি বলে অভিযোগ পরিবারের।

২০২৩ সালের আগস্টে সরকার পরিবর্তনের পর উচ্চ আদালতের নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পিবিআইয়ের অতিরিক্ত আইজিপিকে প্রধান করে টাস্কফোর্স গঠন করে। গেল ৪ নভেম্বর তদন্তভার গ্রহণের পর ৬২ জনের সাক্ষ্য নিয়েছে টাস্কফোর্স।

এ ঘটনায় আটজন গ্রেফতার হলেও দুজন জামিনে আছেন। বাদী পক্ষের আইনজীবী শিশির মনিরের দাবি, আওয়ামী লীগ সরকার অপরাধীদের বাঁচাতে আলামত নষ্ট করেছে।

দম্পতির একমাত্র ছেলে মাহির সারোয়ার মেঘ বলেন, “আগের সরকার কিছুই করেনি, নতুন সরকারের কাছে আশাবাদী।” স্বজনরা দ্রুত বিচার চান, যেন ১৩ বছরের অপেক্ষার অবসান ঘটে।

-সায়মন ইসলাম

guest
0 মতামত সমুহ
Inline Feedbacks
View all comments