বুধবার, ১২ মার্চ ২০২৫
১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রেলপথে যাত্রী ভোগান্তি: রানিং স্টাফদের কর্মসূচি নিয়ে রেল উপদেষ্টার মন্তব্য

রেলপথে যাত্রী

রেলপথে যাত্রী ভোগান্তি:বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মসূচিকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেছেন, এই কর্মসূচির কারণে সাধারণ যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে ঢাকা রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, স্টাফদের দাবিগুলো নিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আলোচনার দরজা সব সময় খোলা। প্রয়োজনে অর্থ বিভাগে এ বিষয়ে আলোচনা করা হবে। রেলপথ উপদেষ্টা আরও বলেন, যাত্রীদের ভোগান্তি কমাতে রুট অনুযায়ী বিআরটিসি বাস চালুর ব্যবস্থা করা হয়েছে।

তিনি উল্লেখ করেন, রানিং স্টাফদের মাইলেজ অ্যালাউন্সের দাবিগুলোর অনেক অংশ ইতোমধ্যে পূরণ হয়েছে। তবে বাকি দাবিগুলো আলোচনার মাধ্যমে সমাধানের জন্য মন্ত্রণালয় প্রস্তুত।

উপদেষ্টা বলেন, রেল কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়। এখানে আলোচনার সুযোগ সবসময় আছে। তবে কর্মসূচির কারণে যাত্রীদের অসুবিধা হচ্ছে, যা দ্রুত সমাধান হওয়া উচিত। সামনে ইজতেমার মতো বড় আয়োজন থাকায় এই সংকট সমাধানে উদ্যোগ নিতে হবে।

এ সময় বিআরটিসি চেয়ারম্যান তাজুল ইসলাম, রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম, রেলওয়ে ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

guest
0 মতামত সমুহ
Inline Feedbacks
View all comments