আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে (ডি আর কঙ্গো) সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী এম২৩-এর সঙ্গে সংঘর্ষে জাতিসংঘের ১৩ শান্তিরক্ষী নিহত হয়েছেন। তবে এই সংঘাতপূর্ণ পরিস্থিতিতেও বাংলাদেশি শান্তিরক্ষীরা নিরাপদে রয়েছেন বলে নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আজ সোমবার (২৭ জানুয়ারি) সকালে আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কঙ্গোর সংঘর্ষপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশি শান্তিরক্ষীরা নিরাপদে আছেন এবং তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখা হচ্ছে।
বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষের পরিপ্রেক্ষিত:
- রোববার (২৬ জানুয়ারি) বিবিসির প্রতিবেদনে জানানো হয়, সংঘর্ষে নিহত ১৩ শান্তিরক্ষীর মধ্যে দক্ষিণ আফ্রিকার ৯ জন, মালাউয়ির ৩ জন এবং উরুগুয়ের ১ জন রয়েছেন।
- বিদ্রোহী গোষ্ঠী এম২৩ দীর্ঘদিন ধরে ডি আর কঙ্গোর পূর্বাঞ্চলে সক্রিয় এবং তাদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষে স্থানীয় জনগণসহ শান্তিরক্ষীরাও ঝুঁকির মুখে পড়েছেন।
বাংলাদেশি শান্তিরক্ষীদের অবস্থা:
আইএসপিআর জানিয়েছে, পরিস্থিতি সত্ত্বেও বাংলাদেশি শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, কঙ্গোতে বাংলাদেশি শান্তিরক্ষীরা জাতিসংঘের মিশনের অধীনে দীর্ঘদিন ধরে মানবিক সহায়তা ও নিরাপত্তা বজায় রাখতে কাজ করে আসছেন।