বুধবার, ১২ মার্চ ২০২৫
১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

টঙ্গীর ইজতেমা মাঠ সংঘর্ষ: মাওলানা সাদ অনুসারীদের জামিন বহাল রাখল আপিল বিভাগ

টঙ্গীর ইজতেমা

টঙ্গীর ইজতেমা মাঠে তাবলীগ জামাতের দুপক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনায় মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের প্রধান মুরুব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ ২৩ জনের জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। আজ সোমবার (২৭ জানুয়ারি) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে, গত ৮ জানুয়ারি হাইকোর্ট মাওলানা সাদ অনুসারীদের ২৩ জনকে পুলিশ প্রতিবেদন দেওয়া পর্যন্ত জামিন প্রদান করে। তবে গত ২৪ ডিসেম্বর হাইকোর্ট এই জামিন আবেদনটি ফেরত দেয়।

উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর ইজতেমা মাঠে সংঘর্ষ ও হতাহতের ঘটনার জেরে ১৯ ডিসেম্বর মাওলানা জোবায়েরের অনুসারী এস এম আলম হোসেন একটি মামলা করেন।

এই ঘটনা তাবলীগ জামাতের অভ্যন্তরীণ বিরোধ এবং ইজতেমা মাঠে সংঘর্ষের বিষয়টিকে নতুনভাবে আলোচনায় এনেছে।

guest
0 মতামত সমুহ
Inline Feedbacks
View all comments