বুধবার, ১২ মার্চ ২০২৫
১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে ইসলামি দলগুলোর সঙ্গে ঐক্য জোরদারের উদ্যোগ বিএনপির

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামি দলগুলোর সঙ্গে ঐক্য জোরদারে উদ্যোগ নিয়েছে বিএনপি। আজ সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ইসলামি আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকটি রাজধানীর পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ারে অনুষ্ঠিত হয়। এতে উভয় দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষ থেকে ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু এবং ইসলামি আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমসহ অন্যান্য নেতারা বৈঠকে অংশ নেন।

বিএনপি এবং ইসলামি দলগুলোর এই বৈঠক আসন্ন নির্বাচনে জোটবদ্ধ রাজনীতির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

guest
0 মতামত সমুহ
Inline Feedbacks
View all comments