অবকাঠামো উন্নয়নের নামে প্রকৃতিকে ধ্বংস করা যাবে না—এমন হুঁশিয়ারি দিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
অবকাঠামো উন্নয়নের নামে প্রকৃতিকে ধ্বংস করা যাবে না—এমন হুঁশিয়ারি দিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি মাটি, পানি ও বায়ুর সুরক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে নটরডেম কলেজে অনুষ্ঠিত ১৫তম জাতীয় প্রকৃতি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। সম্মেলনে দেশজুড়ে প্রকৃতি ও পরিবেশ সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “ক্যালিফোর্নিয়া বা লস অ্যাঞ্জেলসের মতো জায়গাগুলোর পরিবেশগত অবস্থা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এমন উপাদান ধ্বংস করা যাবে না যা প্রকৃতিরই দান এবং যা মানুষ পুনরায় সৃষ্টি করতে অক্ষম। প্রকৃতির সাথে টিকে থাকতে হলে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে।”
তিনি আরও বলেন, নতুন প্রজন্মের মধ্যে যথেষ্ট পরিবেশবান্ধব মনোভাব রয়েছে। তাদেরকে পরিবেশ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে। প্লাস্টিক বোতলের পরিবর্তে কাচের বোতল ব্যবহার শুরু করার পরামর্শ দিয়ে তিনি বলেন, পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলার এখনই সময়।
দুই দিনব্যাপী এই জাতীয় সম্মেলনে ১২টি জেলার ১২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। শিক্ষার্থীদের পরিবেশগত জ্ঞান ও সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম এবং কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনের আয়োজকরা জানান, ভবিষ্যতে দেশব্যাপী এমন আরও প্রকৃতি সম্মেলনের আয়োজন করা হবে, যাতে পরিবেশ সুরক্ষার আন্দোলন আরও বিস্তৃত হয়।
এই জাতীয় প্রকৃতি সম্মেলন তরুণদের জন্য পরিবেশ সচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে। পরিবেশের প্রতি ভালোবাসা ও দায়িত্বশীল আচরণ গড়ে তোলার মাধ্যমে প্রকৃতি ও ভবিষ্যৎ সুরক্ষিত করার বার্তা দিয়েছে এই সম্মেলন।
-সায়মন ইসলাম
Anything that hurts your body is the enemy, and to survive, biological protective mechanisms must set in. Thereafter, they will generate a list of recommended bet selections or calculated findings to the punter.