বুধবার, ১২ মার্চ ২০২৫
১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বৈষম্যবিরোধী আন্দোলনে ১০০ জনকে স্কলারশিপ প্রদান করবে সন্তান ও অভিভাবক ফোরাম

বৈষম্যবিরোধী আন্দোলন

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত অনেকেরই শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়েছে। তাদের ভবিষ্যৎ বিবেচনা করে আহত শিক্ষার্থীদের মধ্য থেকে বাছাই করা ১০০ জনকে স্কলারশিপ প্রদান করবে সন্তান ও অভিভাবক ফোরাম

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত অনেকেরই শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়েছে। তাদের ভবিষ্যৎ বিবেচনা করে আহত শিক্ষার্থীদের মধ্য থেকে বাছাই করা ১০০ জনকে স্কলারশিপ প্রদান করবে সন্তান ও অভিভাবক ফোরাম।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে প্রেসক্লাবে এই স্কলারশিপ কর্মসূচির উদ্বোধন করা হয়।

যাচাই বাছাই শেষে শুরুতে ৩০ জনকে এই বৃত্তি দেয়া হবে। শিক্ষাজীবন সমাপ্ত না হওয়া পর্যন্ত প্রতি মাসে দাতা অভিভাবকরা তাদেরকে ৫ হাজার টাকা করে দিবেন।

পাশাপাশি আহতদের বিনামূল্যে চিকিৎসা দেবে বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি এসোসিয়েশন।

আয়োজকরা জানান, তাদের মূল উদ্দেশ্য, শিক্ষার্থীরা যেন কারও উপর মুখাপেক্ষী না হয়ে শিক্ষাজীবন শেষ করতে পারে। উদ্যোগটিকে সাধুবাদ জানিয়ে মানবাধিকার ও সামাজিক সংগঠন এবং বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান শিক্ষার্থীরা।

-সায়মন ইসলাম

guest
0 মতামত সমুহ
Inline Feedbacks
View all comments