বুধবার, ১২ মার্চ ২০২৫
১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়া এর চিকিৎসার জন্য লন্ডন ক্লিনিক কর্তৃপক্ষ ৮ সদস্যের একটি বিশেষ মেডিকেল বোর্ড

খালেদা জিয়া

যুক্তরাজ্যের লন্ডনের একটি ক্লিনিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে

যুক্তরাজ্যের লন্ডনের একটি ক্লিনিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। তার চিকিৎসা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই নেওয়া হতে পারে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ডা. জাহিদ এই তথ্য জানান। তিনি বলেন, “খালেদা জিয়ার বয়স এবং তার শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে লন্ডন ক্লিনিকের কর্তৃপক্ষ। আশা করা যাচ্ছে, খুব শিগগিরই তার চিকিৎসা পদ্ধতি নিয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাবে।”

ডা. জাহিদ আরও বলেন, “কোন পদ্ধতিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা হবে, সেটি সিদ্ধান্ত হলে পরবর্তী পদক্ষেপ সে অনুযায়ী নেওয়া হবে।” তিনি এও জানান, খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন ক্লিনিক কর্তৃপক্ষ ৮ সদস্যের একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করেছে। বোর্ডটি তার শারীরিক অবস্থা বিশ্লেষণ করে সর্বোত্তম চিকিৎসা পদ্ধতি নির্ধারণে কাজ করছে।

সাংবাদিকরা যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার চিকিৎসার সম্ভাবনার বিষয়ে জানতে চাইলে ডা. জাহিদ বলেন, “এটি সম্পূর্ণভাবে চিকিৎসকদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তার সুস্থতার জন্য যেকোনো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা নিয়ে দেশে এবং বিদেশে দলীয় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দলীয় সূত্র জানিয়েছে, তার স্বাস্থ্যের বিষয়ে সবাই গভীরভাবে মনোযোগী এবং দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছেন।

-সায়মন ইসলাম

guest
0 মতামত সমুহ
Inline Feedbacks
View all comments